নারায়ণগঞ্জে একটি টিনসেডের বাড়িতে গ্যাসের সুয়ারেজ পাইপের লিকেজে জমে থাকা গ্যাস বিস্ফোরণের আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের বার্মাশীল বাঘপাড়া এলাকায় দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, সুখী আক্তার (৩২) তার মেয়ে সাদিয়া (১০), বোন জান্নাতি আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১), ও রহিমার মেয়ে ঋতু (১৩)। এদের মধ্যে রহিমা নামে এক ব্যাক্তির শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে৷
প্রত্যাক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে বাসায় কয়েল ধরাতে গেলে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগ্নিকাণ্ড ঘটে। এ সময় আশপাশের লোকজন এসে আগুন নেভায়। আহতের সঙ্গে সঙ্গেউদ্ধার কর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মেদ জানান, গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে এ বিষয়ে তদন্ত চলছে৷
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে গ্যাসের লিকেজ থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গ্যাস লিকেজের গন্ধ পাওয়া গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আরও পড়ুন: মাগুরায় প্রেসার কুকার বিস্ফোরণে আহত ৩
এসএ/দীপ্ত নিউজ