নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় একটি বাড়িতে দেশীয় আগেয়াস্ত্র তৈরির কারখানা শনাক্ত করা হয়েছে। এসময় দুটি দেশীয় তৈরি রিভালবার আগেয়াস্ত্র সহ করিম নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর পাইকপাড়া কাদেরিয়া নগর সামিয়া আরা মায়ার বাড়িতে এই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
আটককৃত মো. করিম মিয়া (৫০) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের নলুয়াপাড়া এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, আমাদের কাছে একটি তথ্য ছিল বাসা বাড়িতে তৈরি করা এখান থেকে দেশীয় অস্ত্র সরবরাহ করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে যিনি তৈরি করেন এবং কারখানাটি শনাক্ত করা হয়। তারই ধারবাহিকতায় এখান থেকে অস্ত্র তৈরির সময় করিম নামে এক আগেয়াস্ত্র তৈরির কারিগরকে আটক করা হয়।
এসময় ২ টি দেশীয় তৈরির রিভালবার ও ওয়ান সূটারগানের একটি পাইপ উদ্ধার করা হয়। পাশাপাশি অভিযানে আমরা একটি কার্টুজের গুলি পাই। ওয়ান সূটারগান ও দেশীয় রিভালবার অস্ত্র তৈরি করতে যে সরঞ্জাম সেগুলো এখান থেকে পাওয়া যায়। অস্ত্র তৈরির কাটার লেদ মেশিন সহ অস্ত্র তৈরির সবই আমরা এখানে পেয়েছি।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসা করে যেটা পেয়েছি করিমের স্থানীয় বাড়ি হচ্ছে চাঁদপুর। ৯০ দশকে তিনি নারায়ণগঞ্জে আসেন। ওনি বর্তমানে নলুয়াপাড়া থাকেন। পাইকপাড়া তার বোনের বাড়িতে এই আগেয়াস্ত্র তৈরির কারখানা পরিচালনা করে আসছেন। তিনি পেশায় একজন কবুতর ব্যবসায়ী।
তিনি আরো বলেন, এই ব্যবসায়ের আড়ালে করিম দীর্ঘদিন যাবৎ এই দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে আসছে। পিস্তল রিভালবার ক্রেতার চাহিদা অনুযায়ী এই আগ্নেয়াস্ত্র তৈরি করে সরবরাহ করে। এই আগ্নেয়াস্ত্র তৈরির করার সরঞ্জামগুলো কোথা থেকে নিয়ে আসেন এবং কারা কারা তার ক্রেতা এবং কিভাবে বিক্রি হয় এবং কত দামে বিক্রি হয় সেগুলো আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
গৌতম / আল / দীপ্ত সংবাদ