নাটোরে আওয়ামী লীগের শান্তি মিছিল ও সমাবেশে হামলার অভিযোগে দায়ের করা মামলায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে টাঙ্গাইলের এলেঙ্গা বাজার থেকে বাচ্চুকে গ্রেফতার করে পুলিশ।
একই মামলায় মঙ্গলবার ভোরে নবাব সিরাজ–উদ–দৌলা কলেজের সাবেক জিএস জহিরুল ইসলাম জহিরকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। পরে দুপুরে তাদের আদালতে সোর্পদ করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, গত শনিবার (০১ এপ্রিল) দুপুরে শহরের আলাইপুরে আওয়ামী লীগের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ এনে রবিবার (০২ এপ্রিল) দুপুরে বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নিয়ন হোসেন। এ মামলায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলার এলেঙ্গা থেকে গ্রেফতার করা হয়েছে। আর ভোরে নবাব সিরাজ–উদ–দৌলা সরকারী কলেজের সাবেক জিএস জহিরুল ইসলাম জহিরকে তার নাটোর স্টেশন এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
এ মামলায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে প্রধান আসামী করে ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এফএম/দীপ্ত সংবাদ