নাইজেরিয়ায় সন্ত্রাসবিরোধী বিভিন্ন অভিযানে ডাকাত ও সন্ত্রাসীসহ অন্তত ৯ হাজার ৩০০ সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ মে) দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বাদারু এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা সিনহুয়া ওই বিবৃতির উদ্বৃতি দিয়ে জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট আসিওয়াজু বোলা আহমেদ তিনুবুর এক বছরের পুরোনো প্রশাসন এখন পর্যন্ত দেশের দুটি সুরক্ষা চ্যালেঞ্জ সন্ত্রাসবাদ ও ডাকাতির বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
প্রতিরক্ষামন্ত্রী বাদারু বলেছেন, গত এক বছরে প্রায় ৭ হাজার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে ৪ হাজার ৮৮২টি অস্ত্র ও ৮৩ হাজার ৯০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া অপহরণের শিকার অন্তত ৪ হাজার ৬৪১ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
সেনাবাহিনীর গুলিতে নিহতদের মধ্যে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর প্রায় ২০ জন কমান্ডার রয়েছেন বলেও জানান তিনি।
সুপ্তি/ দীপ্ত সংবাদ