নভেম্বরে নির্বাচনী ট্রেন ছেড়ে দেবে। এটি কারও জন্য অপেক্ষা করবে না, এমনটিই জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রবিবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক দিবসের আলোচনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। কিন্তু পরিবহনখাতে এখনো মুড়ির টিন চলছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ৬৪ জন প্রাণ হারায়। বছরে এ সংখ্যা দাঁড়ায়– ২৩ হাজারের বেশি। আর আহত হয় প্রায় সাড়ে তিন লাখ মানুষ। তাদের মধ্যে শারীরিকভাবে প্রতিবন্ধী হচ্ছে প্রায় ৮০ হাজার।
এই বাস্তবতায় “আইন মেনে সড়কে চলি; স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যে রবিবার পালিত হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস।
সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হয় আলোচনা সভা। এতে বক্তারা বলেন, প্রশিক্ষিত চালকের অভাব আর আইন অমান্যের প্রবণতা সড়ক দুর্ঘটনার মূল কারণ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন– দেশের অনেক উন্নয়ন হলেও, কিছুক্ষেত্রে পরিবহন খাত পিছিয়ে আছে। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন– সময়মতো নির্বাচন হবে, কারও জন্য তা থেমে থাকবে না।
পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আল/ দীপ্ত সংবাদ