বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

ধানে মণপ্রতি দর বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের  ধানের দর  মণপ্রতি ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মেঘনার তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধান-চালের বাজার দর পর্যবেক্ষণে এ তথ্য জানা যায়।

বাজারের সংশ্লিষ্টরা জানান, রোপা আমনের মৌসুম শেষ হওয়ায় বাজারে ধানের সরবরাহ তুলনামূলকভাবে অনেকটাই কম। ফলে বাজারদর অনেকটা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মিল মালিকরা বলছেন, তারা বেশি মূল্যে ধান কিনে চাল উৎপাদনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিক্রয়মূল্যের তুলনায় উৎপাদন খরচ বেশি পড়ছে উল্লেখ করে আরেক চালকল মালিক বলেন, ‘ধান থেকে চাল করতে আমাদের প্রায় ৩ হাজার ১০০ টাকা খরচ হয়। কিন্তু আমরা বাজারে ২ হাজার ৫০০ টাকা মণ দরে ধান বিক্রি করছি। তা ছাড়া চাল আমদানি হওয়ায় মিলারদের অবস্থা অনেকখারাপ।’

এদিকে বাজারে দাম বেশি থাকায় কৃষকের কাছ থেকে মাত্র এক মেট্রিক টন চাল কেনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. কাউছার সজিব। তিনি আরো বলেন, ‘লক্ষ্যমাত্রার প্রায় ৬৫ শতাংশ চাল সংগ্রহ করতে পেরেছি। আশা করছি, ৮০ থেকে ৯০ শতাংশ চাল সংগ্রহ করতে পারব।

যূথী/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More