শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আ. লীগ: ডা. জাহিদ

Avatar photoAdib Jamal

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিক্ষকরা জাতি গড়ার মূল কারিগর। তবে বিগত ফ্যাসিস্ট সরকার এই সম্মানিত শিক্ষকদের দিয়ে ভোট চুরির মতো জঘন্যতম অপরাধ করতে বাধ্য করেছিল। আওয়ামী লীগ দেশের সমগ্র শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অধ্যাপক ডা. জাহিদ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ১৯৭২ সালের পর এমপিওভুক্ত শিক্ষকদের সম্মানিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আগামী দিনে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব নিলে শিক্ষক ও কর্মচারীদের সম্মান নিশ্চিত করা হবে এবং তাদের যুক্তিসঙ্গত দাবি পূরণে কাজ করা হবে।

ভবিষ্যতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার জন্য ভোট দিয়ে সহযোগিতা করতে তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

সভায় শিক্ষক নেতা মো. তোফাজ্জল হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেনপ্রধান শিক্ষক মহিউদ্দিন আব্দুল্লাহ আল হাদি, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. জামান আলী, উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য অধ্যাপক মো. আকরাম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সহসভাপতি প্রভাষক এরফান আলী, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্মসম্পাদক মো. এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুবদলের আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, ছাত্রদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রিমন প্রধান।

এর আগে শুক্রবার বেলা ১১টায় তিনি হিলি স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশন কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More