দেশে ফিরে প্রথমবার নয়াপল্টন, দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকfল ৪টা ৬ মিনিটে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান।
কার্যালয়ের দ্বিতীয় তলায় বারান্দায় এসে তারেক রহমান অপেক্ষমাণ নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এসময় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপি উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবার আহ্বায়ক আতিকুর রহমান রুমন, নির্বাহী কমিটি সদস্য শাহরিন ইসলাম তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ আরও নেতারা।
তারেক রহমানের আগমন কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়। কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। সিএসএফ ঘিরে রেখেছে পুরো কার্যালয়।
এসএ