দুর্নীতির বিরুদ্ধে সরকার সবসময়ই কঠোর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমালোচনার জবাবে তিনি বলেন, দুর্নীতির প্রমাণ দিতে পারলে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। গতকাল আওয়ামী লীগের যৌথসভায় প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ যে কথা দেয়, সেকথা রাখে।
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে গঠিত নতুন কমিটির প্রথম যৌথ সভা হয় ৭ জানুয়ারি, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এরই ধারাবাহিকতায় শনিবার গণভবনে হলো আরেকটি যৌথ সভা। শুরুতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন দলটির সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধুর বিভিন্ন ভাষণ থেকে ‘উদ্ধৃতি’ তুলে ধরেন তিনি। এতে দেশ গঠনে জাতির পিতার চিন্তা ও স্বপ্ন প্রকাশ পায়।
গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার সব কথা রেখেছে বলে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী। দুর্নীতির অভিযোগের প্রমাণ দিতে সমালোচকদেরকে আবারও আহ্বান জানান, সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, সরকার গবেষণার ওপর জোর দেওয়ায়, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দারিদ্র্যের হার শতকরা ২০ ভাগের নিচে নেমেছে। চলমান বিশ্ব পরিস্থিতিতে খাদ্য উৎপাদন ঠিক রাখতে, কৃষিতে ভর্তুকি অব্যাহত থাকবে বলে জানান, সরকারের প্রধান নির্বাহী।