ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ব্রিটিশ এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তদের মধ্যে একজন ইনস্টাগ্রামে নির্যাতিতার সঙ্গে বন্ধুত্ব করেন। পরে তার আমন্ত্রণে ওই নারী ভারতে আসেন এবং দিল্লির মহিপালপুর এলাকার একটি হোটেলে উঠেন। সেখানেই দুই অভিযুক্ত তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
পুলিশের তথ্য অনুযায়ী, ব্রিটিশ পর্যটকটি মূলত মহারাষ্ট্র ও গোয়ায় ছুটি কাটানোর পরিকল্পনা করেছিলেন। অভিযুক্ত কৈলাসের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয় হয় তার। পরে কৈলাস তাকে দিল্লিতে আসার আমন্ত্রণ জানান।
মঙ্গলবার (১১ মার্চ) নির্যাতিতা দিল্লিতে পৌঁছে মহিপালপুরের একটি হোটেলে উঠলে কৈলাস ও তার বন্ধু ওয়াসিম সেখানে যান। পরে তারা দুজন ওই নারীকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরদিন সকালে ভুক্তভোগী দিল্লির বসন্ত কুঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং ঘটনাটি ব্রিটিশ হাইকমিশনকে জানায়।
সম্প্রতি ভারতে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এর আগে কর্ণাটকের হাম্পি শহরের কাছে এক ইসরায়েলি পর্যটকসহ দুই নারীকে ধর্ষণ ও একজনকে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনার পর ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থানটি থেকে বহু বিদেশি পর্যটক চলে যান। নতুন করে দিল্লিতে ব্রিটিশ নাগরিক ধর্ষণের ঘটনা সামনে আসায় ভারতে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।