ভারত–পাকিস্তান সীমান্তে যুদ্ধের নতুন দামামা বাজছে। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের বিভিন্ন জায়গায় বুধবার (৭ মে) প্রথম প্রহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় ভারত সীমান্তে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।
এর মাঝেই ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর বাতিল করেছেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন‘কে ভারত সরকারের জ্যেষ্ঠ একটি সূত্র মোদি‘র বিদেশ সফর বাতিলের তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র সিএনএনকে বলেছে, ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর স্থগিত করেছেন।
এদিকে, বিদেশ সফর স্থগিতের বিষয়ে সরকারিভাবে এখন পর্যন্ত কোনও কারণ জানানো হয়নি।
এসএ