তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের প্রায় ১১ দিন পর চৌদ্দ বছর বয়সী এক কিশোরকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। বেঁচে যাওয়া সেই বালকের নাম উসমান হালাবিয়া।
উদ্ধারকর্মীরা তাকে তুরস্কের হাতায় প্রদেশের আন্তাকিয়া শহরে ধসে পড়া একটি ভবনের নিচ থেকে উদ্ধার করে। সে একজন বিদেশি নাগরিক বলে জানা গেছে। তবে তার জাতীয়তা নিশ্চিত করে জানা যায়নি। তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা স্থানীয় একটি হাসপাতালে ছেলেটিকে দেখতে গিয়েছিলেন।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যা তুরস্ক ও সিরিয়ার সীমান্তের বিশাল একটি এলাকাকে কাঁপিয়ে দেয়। শক্তিশালী ৭.৮ ও ৭.৬ মাত্রার দুই ভূমিকম্পের ঘটনা ১২ দিনে গড়িয়েছে। তবে উদ্ধার অভিযান এখনও চলছে। সবশেষ পাওয়া খবরে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত দুই দেশে মৃতের সংখ্যা ৪৫ হাজারের কাছাকাছি।
তবে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর কতজন নিখোঁজ আছে তা এখনো নির্দিষ্ট করে জানাতে পারেনি এই দুই দেশ।
এফএম/দীপ্ত