তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ ইতোমধ্যেই শুরু। রবিবার (২৮ মে) দেশটির স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। খবর আল–জাজিরার।
দ্বিতীয় দফার ভোটে দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছেন বিরোধী ন্যাশনাল অ্যালায়েন্সের কামাল কিলিচদারোগলু। তুরস্কের প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তনের পর এবারই প্রথম রান অফে গড়ালো প্রেসিডেন্ট নির্বাচন।
ভোটে নির্ধারণ হবে ২০ বছর ধরে দেশটিকে শাসন করে আসা রিসেপ তাইয়েপ এরদোয়ানই পুনরায় ক্ষমতায় ফিরছেন নাকি প্রধান বিরোধী দলের নেতা কেমাল কিলিচদারওলু ক্ষমতায় আসবেন। প্রথম দফা ভোটে এগিয়ে ছিল রিসেপ তাইয়েপ এরদোয়ান।
গত ১৪ মে তুরস্কের ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সে সময় ভোট দিয়েছিলেন দেশটির ৪ কোটি ৯০ লাখ মানুষ। তবে কোনো প্রার্থীই জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি।
প্রথম দফার নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু পান ৪৪ দশমিক ৮৯ শতাংশ ভোট। কোনো প্রতিদ্বন্দ্বীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়াই দেশটির নিয়ম অনুযায়ী ১৪দিন পর আজ আবারো দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে। প্রথম দফার প্রধান দুই প্রতিদ্বন্দ্বীকে নিয়ে আজ হচ্ছে দ্বিতীয় দফার ভোট।
ওই একই ভোটে তৃতীয় স্থান পেয়েছিলেন সিনান ওগান। তিনি পেয়েছিলেন ৫ দশমিক ২০ শতাংশ ভোট। গত ২২ মে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয় দফা ভোটে প্রেসিডেন্ট এরদোয়ানকে সমর্থন করার কথা জানিয়েছেন তিনি।
আফ/দীপ্ত নিউজ