এ বছর গ্রীষ্মে অস্বাভাবিক গরম পড়েছে, তাপমাত্রা ছড়িয়েছিল ৪০ ডিগ্রি। এই তীব্র গরমে মানুষের কষ্ট যেমন বেড়েছে তেমনই কষ্ট পাচ্ছে পশুপাখিও। পশুপাখিদের এই গুরুতর সমস্যাটা বুঝতে পেরে বেলিসিমো একটি ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে।
গত ২১ মে থেকে ‘শেয়ার দ্যা সুইটনেস’ উদ্যোগের অংশ হিসেবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, যেমন– হাতিরঝিল, বিজয় সরণি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমন্ডি লেক, দিয়াবাড়ি এলাকায় আইসক্রিমের পুরানো টাবগুলো রিসাইকেল করে পশুপাখিদের জন্য পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে বেলিসিমো।
এই তীব্র গরম আমাদের স্বাস্থ্য, কৃষি, জ্বালানি এবং বিভিন্ন অবকাঠামোর জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করে। যদিও আমরা অনেকেই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকি, কিন্তু আমাদের চারপাশের নিরীহ প্রাণী যেমন– পাখি, কুকুর, বিড়ালসহ অন্য প্রাণীদের তো এই সুবিধা নেই। তীব্র গরমে খাওয়ার জন্য তারা বিশুদ্ধ পানিটুকু পর্যন্ত পায় না।
আইসক্রিমের টাব যেমন অগণিত মানুষের মুখে আনন্দ নিয়ে আসে। তেমনই সেই টাবগুলো যদি উদ্ভাবনী উপায়ে ব্যবহার করা যায়, তবে পশুপাখিরাও আনন্দিত হবে, ভালো থাকবে। যা পশুপাখিদের প্রয়োজনীয় পানির যোগান দিয়ে তীব্র গরম থেকে রক্ষা করতে সহায়তা করবে।
যেকেউ বেলিসিমো‘র ১ লিটার এবং ৯০০ মিলি লিটারের টাব রিসাইকেল করে এই অসহায় প্রাণীদের জন্য পানি খাওয়ার ডিসপেনসার তৈরি করতে পারবেন। ফুলের বাগানে, ছাদে বা বারান্দায় এই টাবগুলো রেখে এই কাজটা সহজেই করা যায়। যা পশুপাখিদের প্রয়োজনীয় পানির যোগান দিয়ে তীব্র গরম থেকে রক্ষা করতে সহায়তা করবে।
বেলিসিমো’র এই উদ্যোগ শুধু পশুপাখির জীবন রক্ষা করাই নয়, বরং পরিবেশবান্ধব একটি উদাহরণও স্থাপন করেছে। ‘শেয়ার দ্যা সুইটনেস’ প্রকল্পের মাধ্যমে বেলিসিমো তাদের সামাজিক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। সবাই এতে অংশ নিলে পশুপাখিদের জন্য একটি নিরাপদ ও সুখী পরিবেশ তৈরি করা সম্ভব।