আগামী দুইমাসের কয়েকটি দিবসে ফুলের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের ফুল চাষিরা। ফলন ভাল হওয়ায় লাভের আশা করছেন তারা।
দিনাজপুরের বিরল উপজেলার কাজীপাড়া গ্রামে ঢুকতেই চোখে পড়বে বিস্তির্ণ এলাকা জুড়ে ফুটে আছে নানা রঙ আর জাতের গোলাপ। দিন দিন গোলাপ চাষের পরিধি বাড়ায় গ্রামটি এখন গোলাপ গ্রাম নামে পরিচিতি পেয়েছে।
৫ বছর আগে স্থানীয় এক ফুলচাষীর অনুপ্রেরনায় মাত্র ৩৩ শতক জমিতে প্রথম গোলাপের চাষ করেন রফিকুল ইসলাম। স্বল্প সময়ে লাভ ভালো হওয়ায় অনেকেই গোলাপ চাষে ঝুঁকছেন।
বিভিন্ন দিবসে ফুলের চাহিদা মেটাতে গোলাপের পাশাপাশি গাঁদা, রজনী গন্ধা ও বেলীসহ নানা জাতের ফুলের আবাদ করেছেন চাষিরা।
ফুল চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন জেলা কৃষি বিভাগ। তিনি জানান, দিনাজপুরে উৎপাদিত ফুল স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্য স্থানে পাঠানো হচ্ছে।