পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তরাঞ্চলে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছেন। এতে আহত হন আরও অন্তত ৮৫ জন।
সোমবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় জেলা প্রশাসক জেনেথ মায়াঞ্জা জানিয়েছেন, শনিবার (২ ডিসেম্বর) রাজধানী ডোডোমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে কাটেশ শহরে ভারী বৃষ্টিপাত হয়েছে।
উত্তর তানজানিয়ার মানিয়ারা এলাকার আঞ্চলিক কমিশনার কুইন সেন্ডিগা রোববার সন্ধ্যায় স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘ বন্যা ও ভূমিধসের কারনে এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন অন্তত ৮৫ জন।’এছাড়াও মৃতের সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।
তানজানিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন টিবিসিতে সম্প্রচারিত ভিডিও ও ছবি থেকে দেখা গেছে, অনেক বাড়িঘর ডুবে গেছে, যানবাহন ঘন কাদায় আটকে আছে।
তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান কপ ২৮ জলবায়ু সম্মেলনের জন্য দুবাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে তিনি এই দুর্ঘটনার জন্য সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছেন।
বন্যাকে তানজানিয়ায় সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলা হয়ে থাকে। বন্যায় প্রতি বছর দেশটিতে কয়েক হাজার মানুষ ক্ষয়ক্ষতির শিকার হন।
এসএ/দীপ্ত নিউজ