দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য তফসিল ঘোষণার দ্বারপ্রান্তে নির্বাচন কমিশন।
নিবন্ধিত রাজনৈতিক দল, গণমাধ্যম, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক করেছে ইসি। সবাইকে নির্বাচনী প্রস্তুতি অবহিত করার পাশাপাশি তাদের সুপারিশও শুনেছে কমিশন।
৯ নভেম্বর রাষ্ট্রপতির সাথে বৈঠকের কথা রয়েছে ইসির। এরপরই আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে তফসিল।
সাবেক নির্বাচন কমিশনার ও রাজনীতি বিশ্লেষকদের মতে, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন প্রস্তুত।
তফসিল ঘোষণার পর রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনমুখী হবে বলে আশা তাদের। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন, ইসির জন্য বড় চ্যালেঞ্জ বলেও মত তাদের।
নিবন্ধিত সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করলেও, বিএনপি কোনো আলোচনায় অংশ নেয়নি। বরং হরতাল–অবরোধের মতো কর্মসূচি ও সহিংসতায় ফিরেছে।
বিশ্লেষকেরা বলছেন, তফসিল ঘোষণার পর পরিস্থিতির পরিবর্তন হতে পারে।
তাদের মতে, জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এমন আস্থার পরিবেশ তৈরি করতে হবে নির্বাচন কমিশনকে। আর সংঘাত এড়িয়ে সংলাপে বসার উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দলগুলোকে।
এসএ/দীপ্ত নিউজ