ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে দীর্ঘদিনের বিতর্কিত গণরুম প্রথা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণরুম প্রথা বিলুপ্তির পাশাপাশি হলের গেমস রুমগুলোকে সহশিক্ষামূলক কার্যক্রমে ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তোলারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া, আগামী ২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু করার চূড়ান্ত সিদ্ধান্তও গৃহীত হয়েছে। প্রভোস্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, ‘গণরুম’ শব্দটি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিচিত একটি পরিভাষা। এসব রুমে সাধারণত চারজনের জন্য বরাদ্দকৃত একটি কক্ষে ২৮ থেকে ৩০ জন শিক্ষার্থী গাদাগাদি করে থাকতেন। ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো এইসব রুমের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত ছিল, যারা এই আবাসন সংকটকে পুঁজি করে রাজনৈতিক সুবিধা আদায়ে ব্যবহৃত করত।
বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের এই কুপ্রথার অবসান ঘটানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন করে শুরু হতে যাওয়া শিক্ষা কার্যক্রমের মাধ্যমে একটি স্বচ্ছ, শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।