বুধবার, নভেম্বর ১২, ২০২৫
বুধবার, নভেম্বর ১২, ২০২৫

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে কুয়েত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টানা বৃষ্টিতে গত কয়েকদিন ঢাকার বাতাসে দূষণের মাত্রা কম থাকলেও এখন আবার বেড়েছে দূষণের মাত্রা। শনিবার (২০ সেপ্টেম্বর) বায়ুমানের অবনতি হয়েছে ঢাকার। বায়ুমানের মাত্রা অনুযায়ী রাজধানীর বাতাস আজ অস্বাস্থ্যকর। একইসাথে শনিবার (২০ সেপ্টেম্বর) বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি।

বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় ঢাকার বায়ুমান ১৬৭, যা বাতাসের অস্বাস্থ্যকর অবস্থাকে নির্দেশ করে। দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান তৃতীয়।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা কুয়েতের রাজধানী কুয়েত সিটির বায়ুমান ২৪২, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

এ তালিকার শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— ইরাকের বাগদাদ, ভারতের কলকাতা ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ২০৫, ১৬৬ ও ১৬৩।

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১১০০ হলে তা সহনীয়। ১০১১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More