মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, আসুন গড়ি ডেঙ্গু মুক্ত বাংলাদেশ– এই প্রতিপাদ্যকে ধারণ করে ডেঙ্গু প্রতিরোধে দেশের সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে প্রচার–প্রচারণার অংশ হিসেবে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি এর নির্দেশনা মোতাবেক র্যালি, লিফলেট বিতরণ ও মাইকিং করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
গত ২ আগস্ট হতে বাহিনীর ব্যাটালিয়ন, জেলা ও বিভিন্ন ইউনিটে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারবাহিকতায় আজ ০৭ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ রোজ সোমবার সকাল ১০.১৫ ঘটিকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর, খিলগাঁও, ঢাকা হতে জনসচেতনতামূলক র্যালি বের করা হয়।
ঢাকাতে র্যালিটি খিলগাঁও এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা–কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, ভিডিপি ও টিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃ্দ্ধির অংশ হিসেবে সকলকে মশারি ব্যবহার, বাসা–বাড়ি, অফিস–আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল ও কমিউনিটি সেন্টারসহ সব চিকিৎসা কেন্দ্র, বাসস্ট্যান্ড, রেলস্টেশন প্রভৃতি জায়গার কোথাও যেন পানি না জমে, চারপাশ পরিষ্কার–পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে বলা হয়।
এছাড়াও বাহিনীর সদস্যদেরকে নিজে সচেতন থাকার পাশাপাশি শহর, গ্রাম–গঞ্জ, পাড়া–মহল্লা ও হাট–বাজারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার–প্রচারণা চালাতে বলা হয়।
আল/ দীপ্ত সংবাদ