ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, চলতি আগস্ট ও সেপ্টেম্বরে এটি বিকট আকার ধারণ করতে পারে। সচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস মশা নিধনে বৈজ্ঞানিক উপায়ে ওষুধ প্রয়োগের জোর দাবি তাদের। এদিকে, রাজধানীর হাসপাতালগুলোতে ঢাকার বাইরের রোগীর সংখ্যা বাড়ছে।
ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আক্রান্ত, মৃত্যু কোনোমতেই কমছে না। ফলে আতঙ্ক বাড়ছে সারাদেশে।
আগস্ট মাসের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে মারা গেছেন ৭০ জনের বেশি। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১৭ হাজারের অধিক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে– চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। মঙ্গলবার রাজধানীর হাসপাতালগুলোতে দেখা যায়– ঢাকার বাইরে থেকে প্রচুর রোগী আসছেন। একই পরিবারের একাধিক রোগীও আছেন।
মশা নিধনের অব্যবস্থাপনাকে দায়ী করছেন অনেকে। আবার কেউ কেউ ঢাকায় বেড়াতে এসে আক্রান্ত হচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, তারা সাধ্যমত সেবা দিচ্ছেন। তবে ঢাকার বাইরের রোগীরা তুলনামূলক নাজুক অবস্থায় আসছেন।
বিশেষজ্ঞরা ডেঙ্গুর প্রকোপ আরো বাড়ার আশংকা করছেন। তাদের পরামর্শ–এডিস মশা নিধনে বৈজ্ঞানিক উপায়ে ওষুধ প্রয়োগ করতে হবে। যথাযথ পদক্ষেপ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ আপাতত কষ্টসাধ্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আল/ দীপ্ত সংবাদ