৭
ডেঙ্গু আক্রান্তের হার সামান্য কমলেও চলতি বছর মৃত্যু সাড়ে চারশোর বেশি।
চিকিৎসকরা বলছেন, রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও সারাদেশের অবস্থা এখনও আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় সাভারে ১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া ১৯ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যান্য জেলার মধ্যে টাঙ্গাইলে ৩৬ জন, দিনাজপুরে ৪০, পটুয়াখালীতে ৫ শিশুসহ ৩৬ জন ও বরগুনায় ৩৫ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
এ অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আল/ দীপ্ত সংবাদ