ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী জয়েন উদ্দিন সরকার তন্ময়‘কে শিবির প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ থেকে বাদ দেয়া হয়েছে।
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে তন্ময়ের একটি স্ট্যাটাস ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
স্ট্যাটাসে তিনি লিখেন, ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পাকিস্তান থেকে বিমান ছিনতাই করে ভারতে নিয়ে যেতে চেয়েছিলেন‘।
বিষয়টি ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে শুক্রবার (২২ আগস্ট) রাতে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’
ঘোষণা দেয়, তন্ময়‘কে প্যানেল থেকে বাদ দেয়া হয়েছে এবং প্রচারণার ব্যানার থেকেও তার ছবি সরিয়ে ফেলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে তন্ময় গণমাধ্যমকে বলেন, এটি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা। শব্দচয়ন সমস্যার কারণে আমি আগেই পোস্টটি ডিলিট করেছিলেন।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক ও সদস্য পদপ্রার্থী মিফতাহুল মারুফ বলেন, ‘তন্ময় ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আগামী ২৫ আগস্ট পদটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।‘
এসএ