ঠাকুরগাঁওয়ে হঠাৎ ফাঁকা হয়ে গেছে আলুর আড়ৎ। প্রায় চারদিন থেকে আড়ত থেকে চাহিদার আলু কিনতে পারছেনা ব্যবসায়ীরা। এর প্রভাবে অস্থিরতা দেখা দিয়েছে খুচরা বাজারগুলোতে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালেও একই অবস্থা ঠাকুরগাঁও গোবিন্দনগর কাঁচামাল বাজারে। চারদিন আগে এই আলুর আড়তে ম্যাজিস্ট্রেট অভিযানে জরিমানা করার পর থেকেই বাজারের এমন পরিস্থিতি বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের।
ব্যবসায়ীরা বলছেন, আড়তদাররা আড়ত ফাঁকা রেখে সরাসরি হিমাগার থেকে অতিরিক্ত মুল্যে বিক্রি করছে আলু। পাইকারি বাজারে কিনতে হচ্ছে ৩৭ থেকে ৪০ টাকা দরে। যা খুচরা পর্যায়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
তবে আড়াতদাররা বলছেন, ব্যাপারীরা সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করতে চাইছে না। পাইকারি ব্যাপারীরা আলু আমদানি না করায় আড়তে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
মঈনুদ্দীন তালুকদার /পূর্ণিমা/দীপ্ত নিউজ