যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। তাদের দাবি, ২০০ কোটি ডলারের বেশি ফেডারেল তহবিল জব্দ করে, প্রতিষ্ঠানটির সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে ট্রাম্প প্রশাসন।
এক বিবৃতিতে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবের জানান, বিশ্ববিদ্যালয়ের তহবিল জব্দের ক্ষমতা ট্রাম্প প্রশাসন তথা সরকারের নেই। এটি বেআইনি। তাই মামলা করা হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা মামলায় সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিচার, জ্বালানি বিভাগ ও সাধারণ পরিষেবা প্রশাসন। হার্ভার্ডের প্রেসিডেন্ট আরও জানান, সরকারের তহবিল জব্দের কারণে অনেক গবেষণা ঝুঁকির মধ্যে রয়েছে।