তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হলেন মোহাম্মদ এ আরাফাতের আশ্বাসে টেলিভিশন সম্প্রচার সাময়িক বন্ধ রাখার কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এর ফলে সোমবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টেলিভিশন সম্প্রচার স্বাভাবিক থাকবে।
দুপুরে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানান কোয়াবের সভাপতি সাইফুল ইসলাম সোহেল।
বিদেশি ডিটিএইচ ও অন্যান্য সোর্স থেকে দেশীয় টিভি কিংবা পে চ্যানেল ডাউনলিংক করে এফটিপি সার্ভারের মাধ্যমে বিনামূল্যে দেখাচ্ছে আইএসপি ও ওটিটি প্লাটফর্মগুলো। এক্ষেত্রে মানা হচ্ছে না কেবল টিভি আইন কিংবা পে–চ্যানেলের ক্লিন ফিড প্রচারের সরকারি নির্দেশনা।
সরকারের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো সুরাহা না পাওয়া সোমবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সারা দেশে ব্ল্যাক আউট বা সব টিভি সম্প্রচার বন্ধের ঘোষণা দেয় কেবল টিভি সেবাদাতারা।
পরে রাজধানীর ঢাকা ক্লাবে ক্যাবল অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেন টেলিভিশন মালিকরা। বৈঠকে কোয়াবের দাবি–দাওয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানায় অ্যাটকো।
এর আগে গত শনিবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল কোয়াবের সভাপতি জানান, ব্যবসায় টিকতে না পেরে সাময়িক ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা।
ক্যাবল অপারেটরদের দাবি:
১. ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আইপিভিত্তিক ভিডিও প্রোগ্রাম, অনলাইন টিভি প্ল্যাটফর্ম এ এফটিপি, এনআইক্স, বিডিআইএক্সসহ অন্যান্য সার্ভারের মাধ্যমে কেবল টিভির দেশি–বিদেশি পে–চ্যানেল প্রচার করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। এগুলো অতিদ্রুত বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে হবে। ক্যাবল অপারেটররা বৈধভাবে ইন্টারনেট ব্যবসা পরিচালনায় বাধা দূর করতে কালো আইন বাতিল করতে হবে।
২. ওটিপি, আইপি টিভি প্লাটফর্মে লিনিয়ার টিভি চ্যানেল প্রচার বন্ধ করাসহ যেন বিনামূল্যে প্রচারিত না হয় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
৩. নীতিমালা ও বিধিমালার আলোকে অতি দ্রুততার সঙ্গে কেবল টিভি ডিজিটালাইজেশন বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
৪. কেবল টিভি ব্যবসার শৃঙ্খলা রক্ষার্থে আগের নিয়মে ক্যাবল টিভি খাতে বিবিধ অভিযোগ ও অনিয়ম দ্রুত সমাধান করার জন্য এবং এই খাত থেকে সরকারের রাজস্ব আহরণে বাংলাদেশ টেলিভিশনকে এককভাবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, বর্তমানে সারা দেশে কেবল টিভি সেবা দিচ্ছে প্রায় ৫ হাজার অপারেটর।
এসএ/দীপ্ত সংবাদ