হাইড্রোপনিক পদ্ধতিতে উচ্চফলনশীল টমেটোর আবাদ সাড়া ফেলেছে জামালপুরের কৃষকদের মধ্যে। উদ্যোক্তারা বলছেন, এ পদ্ধতিতে সারা বছরই চাষ করা হয়। কৃষি উৎপাদন বাড়াতে এটি বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।
ফুল আর ফলে ভরা সারি সারি টমেটোর গাছ। এই চাষ হাইড্রোপনিক পদ্ধতিতে। মূলত নারিকেলের ছোবরার মধ্যে চারা বপন করা হয়। পরে মোবাইল অ্যাপসের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নলের মাধ্যমে সরবরাহ করা হয় পানিসহ অন্যান্য উপকরণ।
এই পদ্ধতিতে সাড়ে চার শতাংশ জায়গায় উচ্চফলনশীল টমেটোর আবাদ করেছেন জামালপুরের যুবক ফাহিম ফয়সাল। মৌসুমে একটি গাছে আসে ৩ থেকে ৪ কেজি ফল।মাটিবিহীন এই চাষ পদ্ধতিতে জায়গা লাগে কম, খাদ্য সরবরাহেও ঝামেলা নেই। তাই এতে আকৃষ্ট হচ্ছেন অন্য চাষিরাও।
অ্যাপসভিত্তিক হাইড্রোপনিক পদ্ধতিতে চাষ, কৃষি খাতে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।