ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মাটিলা বিওপি এলাকা থেকে বিদেশি পিস্তল, ওয়ানশুটার গান ও গুলি উদ্ধার করেছে বিজিবি। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীন মাটিলা বিওপি এলাকার একটি বাগান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের উপ অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাটিলা বিওপি‘র সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে সীমান্ত পিলার–৫১/৬–এস সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানকালে জুলুলী গ্রামে একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। এসময় মোটরসাইকেল চালক লিটন মিয়া (২১) (পিচ্চি লিটন) মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ওয়ানশুটার গান ও গুলি উদ্ধার করে বিজিবি।
পলাতক লিটন মিয়া মহেশপুর উপজেলার জীবননগর পাড়ার ওলিয়ার রহমানের ছেলে। আটককৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেল মহেশপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
মহেশপুর থানার ওসি সাজ্জাদুর রহমান বলেন, এখনো অস্ত্র, গুলি ও মোটরসাইকেল থানায় পৌছায়নি। আটককৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেল হাতে পাওয়ার পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সোহাগ/আল