সদর উপজেলার সুরাট ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে সরকারি কৃষি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করা হয়েছে। স্থানীয় কৃষক ও রাজনৈতিক নেতাদের অভিযোগের ভিত্তিতে সদর উপজেলা কৃষি অফিস এ উদ্ধার অভিযান চালায়।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে নয় টার দিকে সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব ঘটনাস্থলে গিয়ে ৮ প্যাকেট সরিষার বীজ, ৪ বস্তা ডিএপি সার, ৪ বস্তা পটাশ সার, ১ বস্তা এমওপি সার এবং ১৯ কেজি মসুর ডালের বীজ উদ্ধার করেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির নেতাকর্মী ও কৃষকরা সুরাট বাজারে জামায়াতের কার্যালয়ে সরকারি প্রণোদনার সার বীজ মজুদ রয়েছে বলে সদর কৃষি অফিসে অভিযোগ জানায়। পরে সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিব ঘটনাস্থলে পৌছান। পরে জামায়াত কার্যালয় থেকে সার ও বীজ উদ্ধার করে সদর উপজেলা কৃষি অফিসে নিয়ে আসেন।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব জানান, এগুলো কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ ছিল। সরকারি সার ও বীজ কোনো রাজনৈতিক কার্যালয়ে জমা রাখার নিয়ম নেই। আমরা তা উদ্ধার করেছি।
সুরাট ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন দাবি করেন, ৬ জন কৃষক তাদের সার ও বীজ আমাদের কার্যালয়ে সাময়িকভাবে রেখেছিল। রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টিকে অন্যরকমভাবে তুলে ধরার চেষ্টা করছে।
এ ঘটনায় সদর উপজেলা কৃষি অফিসার মো. নূর এ নবী বলেন, সরকারি সার ও বীজ কৃষকের মাঝে বিতরণের জন্য বরাদ্দ থাকে। রাজনৈতিক কার্যালয়ে জমা রাখা আইনত গ্রহণযোগ্য নয়। বিষয়টি যাচাই–বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।