জেলহত্যাকে ‘জাতীয় দিবস’ ঘোষণা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আহমদ আলী জাহাঙ্গীর।
শুক্রবার (৩ নভেম্বর) শারজাহ নূর হেলাল রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য তিনি এই আহ্বান জানান।
এই সময় তিনি আরও বলেন বর্তমান সরকারের সময় দেশের যে বৈপ্লবিক উন্নয়ন হয়েছে।এবং তার ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামীলীগকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলকে আহ্বান জানান।
শারজাহ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ৩রা নভেম্বর জেল হত্যা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এম এ তাহের ভূঁইয়া। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দৌলাহ এর পরিচলনায়। এতে প্রধান অতিথির বক্তব্য রাকছেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা মন্ডলীর সদস্য বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আহমদ আলী জাহাঙ্গীর। এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা লোকমান হোসেন মুহরি।
অন্যানদের মাঝে বক্তব্য রাখেন মোহাম্মদ শফিউল আজম,মোহাম্মদ রহিমউল্লাহ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাসেল আহমেদ,মোহাম্মদ হাফেজ শফিকুর রহমান,মোহাম্মদ জামাল উদ্দিন,মোহাম্মদ নোমান আহমেদ,মোহাম্মদ আমিন, মোহাম্মদ আরিফুল ইসলাম আজম,মোহাম্মদমো নওশেদ চৌধুরী, শেখ হুমায়ুন কবির,মোহাম্মদমো মিরাছ আহাম্মদ। আব্দুল আল মামুন ফাহিম। মোহাম্মদ ওসমান গনি সহ আরো অনেকে।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ইমরান। শেষে শহীদ বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব নুরুল আমিন কুসুমপুরী।
মাহাবুব হৃদয়/ আল / দীপ্ত সংবাদ