জুলাই সনদে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন।
এই আদেশের ভিত্তিতে গণভোট হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপে যেসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলোর বিষয়ে জনগণের রায় নেয়া হবে সেই গণভোটে।
এদিকে, দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার এই ভাষণে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই আন্দোলনের চেতনা ও আগামীর জাতীয় পুনর্গঠনের রূপরেখা তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।
বেলা আড়াইটায় বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার হওয়ার কথা রয়েছে।