জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রথম পর্যায়ে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেয়া হবে। পরবর্তী সময়ে এই সংখ্যা আরও বাড়াব।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানী মালিবাগে পুলিশের বিশেষ শাখা (এসবি) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এই তথ্য জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আহতদের স্বচ্ছলতায় ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাঁরা আহত হয়েছেন, সবাইকে তো সব জায়গায় দেওয়া সম্ভব না। আমাদের প্রস্তাবে যাঁকে যেখানে সম্ভব, সেখানে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিগত সরকারের আমলে সবথেকে বড় সমস্যা ছিল মানিলন্ডারিং। এটা নিয়ে আমি সিআইডি প্রধানকে ইন্সট্রাকশন দিয়েছি। বলেছি, দ্রুত বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনার প্রতিবেদন দেওয়ার জন্য।
যানযট সমস্যা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যানজট দূর করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়। আমরা তারপরও এক হাজার শিক্ষার্থী দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করার জন্য প্রস্তাব পাঠিয়েছি। তাঁদেরকে আমরা মিনিমাম (ন্যূনতম) একটা পারিশ্রমিক দেব। শুরুতে ইচ্ছা ছিল ৫০০ জন নিয়ে কাজ করব। তবে সে পরিমাণ লোকবল পাওয়া যায়নি।’
এসএ