‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ ঘিরে বেশি দামে বিক্রি হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা এবং জাতীয় পাতাকা সম্বলিত মাথার পট্টি।
মঙ্গলবার (৫ আগস্ট) ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন। বিকেল ৫টায় রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউ পাঠ করা হয় ‘জুলাই ঘোষণাপত্র‘।
ঘোষণাপত্র পাঠ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় স্বাভাবিক দামের থেকে বেশ চড়া দামেই বিক্রি হয় জাতীয় পাতকা।
মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরে দেখা যায়, ১৫০ থেকে ২০০ টাকার জাতীয় পাতাকা বিক্রি হয় প্রায় ৩০০ থেকে ৩৫০ টাকায়। ১০ টাকার মাথার পট্টি বিক্রি হয় ২০ টাকায়। এছাড়া অন্য পতাকার দামও রাখা হয় বেশি।
পতাকা বিক্রেতা হকার সুমন বলেন, এসব প্রোগ্রামে চাহিদা অনেক বেশি থাকে। একটু দাম বেশি ধরলেও মানুষজন কেনে। সবসময় তো আর পতাকা বিক্রি হয় না তাই অনুষ্ঠানগুলোতে দাম একটু বেশি রাখা লাগে।
নাহিদ নামে আরেক হকা জানান, অন্যসময় বাদাম বিক্রি করলেও আজ জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে বিক্রি করছেন জাতীয় পতাকা।
তিনি বলেন, সবসময় তো আর এই ব্যবসা হয় না। আজকের অনুষ্ঠানে সবাই পতাকা কিনবে তাই দাম একটু বেশি রাখছি।
তবে আজ দাম নিয়ে ক্রেতাদেরও তেমন কোনো উচ্চবাচ্য করতে দেখা যায়নি।
এসএ