বিজ্ঞাপন
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

জুলাই আহত সাংবাদিক ফোরামের আহ্বায়ক সুজন, সদস্য সচিব কায়সার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জুলাই আহত সাংবাদিক ফোরাম বাংলাদেশ’(JIJFB) নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। সাংবাদিক নির্যাতনের ইতিহাসে আলোচিত ‘জুলাই অভ্যুত্থান’এর এক বছর পূর্তি উপলক্ষে গঠিত এই সংগঠনটি দেশের বিভিন্ন প্রান্তে নিপীড়নের শিকার হওয়া সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করবে।

সংগঠনের আহ্বায়ক করা হয়েছে এটিএন বাংলা মানিকগঞ্জ প্রতিনিধি ও দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম সুজনকে। সদস্য সচিব হয়েছেন দীপ্ত টিভির সাংবাদিক মো. কায়সার হামিদ। ১৩ সদস্যের এই আহ্বায়ক কমিটি সোমবার (৪ আগস্ট) বিকেলে আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে ছয় মাসের মেয়াদে ঘোষণা করা হয়।

এর আগে গত ২৫ জুলাই রাতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর হলরুমে সারা দেশ থেকে আসা জুলাইআগস্ট আহত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে এই কমিটির কাঠামো চূড়ান্ত করা হয়।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— এসএ টিভির সামিউল আজিম, দৈনিক নাগরিক ভাবনার মো. শফিকুল ইসলাম দুখু ও দৈনিক আমার দেশএর আহম্মেদ সৈয়দ ফরমানকে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন—দৈনিক বণিক বার্তার নূর উল্লাহ কায়সার, দৈনিক দিনকালের আবুল কালাম আজাদ, দৈনিক দেশ রূপান্তরের মো. শফিউল্লাহ, দৈনিক যুগান্তরের সোহরাব আহম্মেদ এবং দৈনিক কালবেলার শেখ সোহেল।

উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রবীণ সাংবাদিক ও দৈনিক জনতার দেওয়ান রফিকুল ইসলাম, এস এ টিভির জাকির মোস্তাফিজ মিলু এবং দৈনিক ভোরের দর্পণের জাফর ইকবাল।

জুলাই অভ্যুত্থানে আহত সাংবাদিকদের প্রশিক্ষণের সমাপনীতে বক্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আজ আপনারা যারা মাঠে জীবন ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরেছেন, তাদের কারণেই আমরা গণতন্ত্র রক্ষা করতে পেরেছি। আজকে আমি প্রধান অতিথি হিসেবে এই চেয়ারে বসে বক্তব্য দিতে পারছি। আপনাদের ঐক্য ও সাহসিকতাই দেশের ইতিহাসে এক অনন্য নজির হয়ে থাকবে। এই সংগঠনের পাশে আমরা সব সময় থাকবে।”

পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, “সাংবাদিকদের জন্য একটি কেন্দ্রীয় সংগঠন অত্যন্ত প্রয়োজনীয় ছিল। ‘জুলাই আহত সাংবাদিক ফোরাম’ সেই শূন্যস্থান পূরণ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আপনারা যেভাবে জাতির সামনে সত্য তুলে ধরেছেন, আমাদের প্রত্যাশা আপনারা আগামীতেও দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ থেকে পেশাগত দায়িত্ব পালন করবেন।”

সংগঠনটির নেতারা জানিয়েছেন, সাংবাদিকদের নিরাপত্তা, বিচারপ্রাপ্তি ও পেশাগত মর্যাদা রক্ষায় সংগঠনটি আইনি, সামাজিক ও নীতিগত পর্যায়ে কাজ করবে।

এছাড়া এই সংগঠনে গেজটভুক্ত ছাড়াও সারা দেশে জুলাই আগস্টে যে সকল সাংবাদিক আহত হয়েছ তারা চাইলে এই সংগঠনে যুক্ত হতে পারবে বলে জানিয়েছে সংগঠনের আহ্বায়ক মো. শহীদুল ইসলাম সুজন।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More