৭
সাতক্ষীরা শহরের বিভিন্ন রেস্তোরাসহ বড় বড় ইফতারির দোকানে মুখরোচক সব খাবারের সমাহার থাকলেও, ক্রেতাসংকটে ভুগছে দোকানীরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে ইফতার বাজারেও।
এসব দোকানে শাহী জিলাপী প্রতি কেজি ১৬০ টাকা, রেশমী জিলাপী ৪০০ টাকা, মাসকেট হালুয়া প্রতি কেজি ২০০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া হালিম পরিমাণ অনুযায়ি ৬০, ১২০ ও ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
করোনার প্রভাব কাটিয়ে স্বাভাবিক হয়ে আসা রমজানেও বেচাকেনা কম হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। ইফতারির উপকরণের দাম বেড়ে যাওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে আইটেমগুলো। এতে বেচাকেনাও কমে গেছে।
অনু/দীপ্ত সংবাদ