বিজ্ঞাপন
শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫

জাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের ৮ দফা ইশতেহার ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ‘সাদিবৈশাখীসাজ্জাদইকরা’ প্যানেল শিক্ষা, গবেষণা ও নিরাপদ ক্যাম্পাসকে অগ্রাধিকার দিয়ে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ সাদী হাসান।

ছাত্রদলের ঘোষিত ৮ দফা ইশতেহার:

. আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা।

. শিক্ষাবান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস।

. পরিকল্পিত আবাসন ও খাবারের মান উন্নয়ন।

. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা।

. মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান।

. সুসমন্বিত পরিবহন ব্যবস্থা।

. ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের উন্নয়ন।

. পরিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস তৈরি।

শেখ সাদী হাসান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের সাংস্কৃতিক রাজধানী ও স্বাধীন চেতনার প্রতীক। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে এখান থেকে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছিল। দীর্ঘ ৩৩ বছর পর আমরা এই নির্বাচনের জন্য প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদলই একমাত্র সংগঠন যারা ধারাবাহিকভাবে শিক্ষাবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার লক্ষ্যে লড়াই করেছে। আজ আমরা ৮টি মূল অঙ্গীকার ঘোষণার মাধ্যমে শিক্ষার্থীদের আশাআকাঙ্খার প্রতিফলন ঘটাচ্ছি।’

জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী বলেন, ‘ক্যাম্পাসে পরিবহন সংকট নিরসনে নিয়ন্ত্রিত অটোরিকশা ও ইলেকট্রিক কার বৃদ্ধি করা হবে। বাস রুট পর্যালোচনা, সংখ্যা বৃদ্ধি ও নতুন রুট চালু হবে। প্রতিটি বাসে জিপিএস ট্র্যাকার স্থাপন করে মোবাইল অ্যাপ চালু করা হবে। এছাড়া বাইসাইকেলমোটরসাইকেল রাখার ব্যবস্থা, ফুটপাত ও অভ্যন্তরীণ রাস্তা সংস্কার এবং পরিবেশবান্ধব যাতায়াতকে উৎসাহিত করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফফান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে, গত ২৮ আগস্ট শেখ সাদী হাসানকে (ভিপি), তানজিলা হোসেন বৈশাখীকে (জিএস), মোঃ সাজ্জাদুল ইসলামকে (এজিএসপুরুষ), আঞ্জুমান আরা ইকরাকে (এজিএসনারী) প্রার্থী করে ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More