জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজনের জন্য পরীক্ষিত ও কার্যকর মডেলগুলোকে বিভিন্ন জলবায়ু–ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।
তিনি বলেন, ‘সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমেই টেকসই অভিযোজন নিশ্চিত করা সম্ভব।‘
গত ২১ ও ২২ জুলাই বাগেরহাটের মোংলা উপজেলায় ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির বিভিন্ন অভিযোজন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন– বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মো. ওয়ালি–উল–হক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ধরিত্রী কুমার সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব রোসলিনা পারভীন, সচিবের একান্ত সচিব (জ্যেষ্ঠ সহকারী সচিব) মো. শাহাদাত হোসেন প্রমুখ। এছাড়াও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্র্যাক বাংলাদেশ ও ব্র্যাক ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি প্রতিনিধিদলটি ব্র্যাকের ‘এডাপটেশন ক্লিনিক’ কার্যক্রম, জলবায়ুসহনশীল বাড়ি এবং বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থাসহ বেশ কিছু অভিযোজন উদ্যোগ ঘুরে দেখেন এবং মাঠপর্যায়ের বাস্তবায়ন পদ্ধতি পর্যবেক্ষণ করেন।