৫৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া ইংল্যান্ড, স্যাম কারান ও জেমস ভিন্সের ব্যাটে আবারও লড়াইয়ে ফিরছিল। কিন্তু বল হাতে ইংল্যান্ড শিবিরে একের পর এক আঘাত হেনে যাচ্ছেন সাকিব আল হাসান ও এবাদত হোসেন। সাকিবের তিন আর এবাদতের জোড়া আঘাতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।
বাংলাদেশের দেয়া ২৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। এরপর স্যাম কারান ও জেমস ভিন্সের ব্যাটে আবারও ম্যাচে ফিরে ইংলিশরা। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল লক্ষ্যের পথে। কিন্তু ইনিংসের ২৪তম ওভারে তাদের পথে বাধা হয়ে দাঁড়ালেন মিরাজ। আক্রমণে এসে কারানকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন তিনি। তাতে ভাঙে কারান-ভিন্সের ৪৯ রানের জুটি।
টিকতে পারেননি ভিন্সও সাকিবের দুর্দান্ত ডেলিভারিতে পরাস্ত হয়ে ফেরেন ৪৪ বলে ৩৮ রান করে। পরের ওভারে এবাদতের ফুললেংথের বল ফ্লিক করতে গিয়ে স্টাম্পে লেগে ৫ বলে ২ রানে থামে মঈন আলির ইংলিশ। ফিল সল্ট,জেসন রয়,ডেভিড মালান,জস বাটলাররা একের পর এক ফিরে গেলে তাতে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৭৮ রান।
আল/দীপ্ত