বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫

জবি ভর্তি পরীক্ষায় অংশ নিলেন ৪৬ বছর বয়সী তাওহিদুর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন নওগাঁ জেলার ৪৬ বছর বয়সী মো. তাওহিদুর রহমান তাকু। শিক্ষার যে কোনো বয়স নেই সেটাই আবারও প্রমাণ করলেন তিনি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ সাজিদ ভবনের চতুর্থ তলার মাইক্রোবায়োলজি বিভাগের ৪১৮ নম্বর কক্ষে ভর্তি পরীক্ষায় অংশ নেন তাকু।

পরীক্ষা শুরুর আগে তাওহিদুর সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার তীব্র বাসনা নিয়েই একের পর এক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যাচ্ছি। আমি আমার চেষ্টা অব্যাহত রাখবো।

কেন এই বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা, এমন প্রশ্নে তিনি বলেন, আমি ১৯৮৯ সালে অসুস্থ হয়ে পড়ি। তারপর দীর্ঘদিন অসুস্থতার মধ্যেই কাটাতে হয়েছে আমাকে। এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি। ২০১৪/১৫ সাল নাগাদ মোটামুটি সুস্থ হলে আমি আমার পড়াশোনা চালিয়ে যাই। সুস্থ হওয়ার পর আমি ২০১৬ সালে পরীক্ষা দিতে চেয়েছিলাম কিন্তু পরে আর দিতে পারিনি। পরে ২০১৯ সালে থেকে আবার পড়াশোনা শুরু করি।

মো. তাওহিদুর রহমান আরও জানান, তিনি এনায়েতপুর দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দেওয়ার পর এবার গইরা তেঁতুলদিয়া মাদরাসা, নঁওগা থেকে আলিম পাস করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আজ কলা অনুষদে এ রকমের একজন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে আমি শুনেছি। তিনি গতকালও পরীক্ষা দিয়েছেন। তার এ চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৪২৫ শিক্ষাবর্ষের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৭৮৫টি আসনের জন্য ৪২ হাজার ৯৭৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More