জনগণকে বিভ্রান্ত না করার আহবান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব। জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় যশোরের ঈদগাহ মাঠের জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তিনি।
তারেক রহমান বলেন, এখন অনেকে সংস্কারের কথা বলছে। কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আড়াই বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলে ৩১ দফা ঘোষণা করেছে।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব। জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে।
এর আগে সকালে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।
১৪ বছর পর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বতে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তব্য রাখেন– খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ–সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় সহ–ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতারা।
এবারের সম্মেলনে গণতান্ত্রিক উপায়ে সংগঠনের নেতা নির্বাচন করতে ১ হাজার ৬১৬ কাউন্সিলর বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিবেন। দুইটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সর্বশেষ ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি যশোরের টাউন হল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইএ/জুবায়ের / দীপ্ত সংবাদ