বুধবার, জানুয়ারি ৭, ২০২৬
বুধবার, জানুয়ারি ৭, ২০২৬

জকসু নির্বাচন: বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে প্রথমবার হচ্ছে ভোট গ্রহণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বেলা ৩টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে এই প্রথম জকসু নির্বাচন হচ্ছে। এর আগে জগন্নাথ কলেজ থাকাকালীন ১৯৮৭ সালে অনুষ্ঠিত হয়েছিল কলেজ ছাত্র সংসদ নির্বাচন।

কুয়াশায় মোড়ানো সকালে ভোট দিতে ব্যতিব্যস্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। প্রথম জকসু নির্বাচন নিয়ে জবি শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, শীত উপেক্ষা করে এসেছি, কারণ এই ভোট আমাদের কণ্ঠস্বর। ক্যাম্পাসে নিরাপত্তা, নারী শিক্ষার্থীদের সমস্যা আর মতপ্রকাশের স্বাধীনতা। এসব বিষয়ে আমরা বাস্তবে পরিবর্তন দেখতে চাই।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তানভীর হাসান বলেন, ২০ বছর পর এই নির্বাচন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন অধ্যায়। আমরা চাই, জকসু নিয়মিত হোক এবং প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের কার্যকর সেতুবন্ধন তৈরি করুক।

গত বছরের ৩০ ডিসেম্বর এই নির্বাচন হওয়ার কথা ছিল। তবে সেদিন ভোরে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক জরুরি সিন্ডিকেট সভায় জকসু ও হল সংসদ নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়।

জকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদে ২১টি পদে ১৫৭ জন এবং একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।নির্বাচনে ভিপি পদে লড়ছেন ১২ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে লড়ছেন ৮ জন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More