২০ নভেম্বর এ বারের কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইকুয়েডর ও আয়োজক দেশ কাতার। মরুশহরে এ বারের বিশ্বকাপে দেখা যাবে না একাধিক তারকা ফুটবলারদের।
এক নজরে দেখে নিন কোন কোন ফুটবলার চোটের কারণে কাতার বিশ্বকাপে খেলতে পারবেন না:
১) এনগোলো কান্তে (ফ্রান্স) – ফ্রান্সের হয়ে আর কাতার বিশ্বকাপে খেলা হচ্ছে না এনগোলো কান্তের। ফরাসি মিডফিল্ডার হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। অস্ত্রোপচার করানোর পর চার মাস মাঠের বাইরে থাকতে হবে কান্তেকে। যার অর্থ তাঁকে এ বারের বিশ্বকাপে পাচ্ছে না ফ্রান্স।
২) রিস জেমস (ইংল্যান্ড) – ২২ বছর বয়সী চেলসির রাইট ব্যাক অক্টোবরে এসি মিলানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন। আট সপ্তাহের জন্য তাঁকে মাঠের বাইরে থাকতে হচ্ছে।
৩) দিয়োগো জোতা (পর্তুগাল) – লিভারপুলের তারকা দিয়োগো জোতার এ বার পর্তুগালের হয়ে কাতার বিশ্বকাপে খেলা হচ্ছে না। জোতার কাফ মাসলে চোট রয়েছে। যুর্গেন ক্লপ জানিয়েছেন, তাঁর তোনও সার্জারির প্রয়োজন নেই।
৪) অ্যালেক্সজান্ডার ইসাক (সুইডেন) – নিউক্যাসেল ইউনাইটেডের স্ট্রাইকার অ্যালেক্সজান্ডার ইসাক উরুর চোটে ভুগছিলেন। ম্যানেজার এডি হাওয়ে জানিয়েছেন, বিশ্বকাপ শেষ হওয়ার আগে আর তিনি খেলতে পারবেন না।
৫) পেদ্রো নেতো (পর্তুগাল) – ২২ বছর বয়সী উলভসের উইঙ্গার পেদ্রো নেতো অক্টোবর মাসে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়েছিলেন। তাঁকে অস্ত্রোপচার করাতে হবে। যে কারণে কাতার বিশ্বকাপে খেলা হবে না তাঁর।
৬) বাউবাকার কামারা (ফ্রান্স) – অ্যাস্টন ভিলার মিডফিল্ডার বাউবাকার কামারা সেপ্টেম্বরে হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন। যে চোটের কারণে বিশ্বকাপের পরেও বেশ কিছুদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।
৭) আর্থার মেলো (ব্রাজিল) – অক্টোবর মাসে রেঞ্জার্সের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন মেলো। যে কারণে ব্রাজিলের হয়ে এ বারের বিশ্বকাপে খেলা হচ্ছে না আর্থারের।
৮) পাওলো দিবালা (আর্জেন্টিনা) – রোমার কোচ জোসে মোরিনহো জানিয়েছেন, আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দিবালা লিসের বিরুদ্ধে পেনাল্টি নেওয়ার সময় উরুর পেশিতে তাঁর টান পড়ে। চোট পেয়েছিলেন। এই চোটে রীতিমতো ভুগতে হচ্ছে দিবালাকে।
৯) কাইল ওয়াকার (ইংল্যান্ড) – অক্টোবর মাসে ম্যাঞ্চেস্টার সিটির ডিফেন্ডার কাইল ওয়াকারের কুঁচকির অস্ত্রোপচার হয়েছে। ৩২ বছর বয়সী ইংল্যান্ডের তারকা যদিও আশাবাদী, তিনি কাতার ভ্রমণ করতে পারবেন।
১০) ক্যালভিন ফিলিপস (ইংল্যান্ড) – কাঁধের চোটের কারণে এই মুহূর্তে মাঠ থেকে বাইরে রয়েছেন ইংল্যান্ডের ক্যালভিন ফিলিপস। তিনি আশাবাদী বিশ্বকাপের আগে সুস্থ হয়ে দলে ফিরতে পারেন।
১১) রোনাল্ড আরাউজু (উরুগুয়ে) – সেপ্টেম্বরে বার্সেলোনার সেন্টার ব্যাক রোনাল্ড আরাউজুর উরুর অস্ত্রোপচার হয়। যত তাড়াতাড়ি সম্ভব ১০০ শতাংশ ফিরে আসার জন্য অস্ত্রোপচারের পথে হাঁটেন উরুগুয়ের প্লেয়ার রোনাল্ড।