শুভ্র সাদা আর হালকা গোলাপি রঙের চেরি ফুলে ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। জাতীয় উদ্যানের সৌন্দর্য্য কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে সাদা–গোলাপী রঙের চেরি ফুল। সেখানকার অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় করছেন অনেকে।
মনোমুগ্ধকর এ দৃশ্য উপভোগ করতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। প্রাকৃতিক পরিবেশে সেখানে বনভোজন করছেন অনেকেই। কেউবা আবার নৌকায় ঘুরে বেড়াচ্ছেন সরোবরে।
মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চেরির মৌসুম। আর এ জন্যই উদ্যানের শতকরা ৭০ ভাগ এলাকা পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে।
১৯১২ সালে বন্ধুত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রকে ১০০টি চেরি ফুলগাছ উপহার দিয়েছিল জাপান। বর্তমানে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে তিন হাজারে।
চীন, জাপান ও তাইওয়ানে চেরি ফুল ফোটার এই মৌসুমে উদযাপিত হয় ঐতিহ্যবাহী ‘হানামি‘ উংসব।
আফ/দীপ্ত সংবাদ