চুয়াডাঙ্গায় দুর্গা পূজা ঘিরে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগরেরা। কেউ কাদা মাটির তৈরি প্রতিমার শরীরে মাটির শেষ আঁচড় দিচ্ছেন। কেউ আবার রং তুলির আঁচড়ে প্রতিমাকে মনের মত করে ফুটিয়ে তোলার কাজ করছেন।
জেলার ৪ উপজেলায় ১২৩ টি মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দুর্গা, লক্ষী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অনিষ্টকারী অসুর সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি। কারিগররা দিনরাত কাজ করার মধ্য দিয়ে প্রতিটি প্রতিমাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। দেবি আরাধনার মধ্য দিয়ে সকলের মঙ্গল কামনা করবেন সনাতন ধর্মালম্বীরা।
মন্ডপ তৈরির কারিগর বলেন, আমরা বাংলাদেশের বেশ কয়েকটি মন্দীরে কাজ করেছি। পূজার আর মাত্র চার–পাচঁ দিন বাকি তাই কাজের চাপ অনেক বেশি।
মন্দিরের পুরহিত বলেন, প্রতিবারের মতো এবারও পাচঁদিনের জমজমাট আয়োজন করা হয়েছে। মূলপর্ব শুরু হবে ২০ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে। ২৪ অক্টোবর শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব।
স্থানীয়রা জানান, মোটামুটি মহালয় থেকেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। এরপর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী এই পাচঁ দিন আমরা আনন্দের সাথে কাটানোর চেষ্টা করব। দীর্ঘদিনের বেদাভেদ ভুলে গিয়ে সবাই একসাথে ঘুরব এবং খাওয়া–দাওয়া করব।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা এই পূজার আনন্দকে কেন্দ্র করে এবারও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। সেই নিরাপত্তা ব্যবস্থাপনায় ফিক্স পুলিশ থাকবে, এছাড়া মোবাইল টিম থাকবে। মোবাইল টিমের পাশাপাশি উপজেলা ও থানা কেন্দ্রীক স্ট্রাইকিং রিজার্ভ থাকবে যারা বিভিন্ন চেকপোস্টের দায়িত্বে থাকবে। মন্ডপের নিরাপত্তাকে কেন্দ্র করে নির্দেশনা মানা হবে।
জান্নাতুল আওলিয়া/শায়লা/দীপ্ত নিউজ