চীনের হুঁশিয়ারি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎ করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং–ওয়েন। বুধবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সাক্ষাৎ করেন তারা।
যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে গুরুতর ভুল ভ্রান্তিমূলক কাজ উল্লেখ করে বৈঠকের নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। লাতিন আমেরিকার দুই দেশ সফর শেষে ফেরার পথে যুক্তরাষ্ট্রে যাত্রা বিরতিতে ম্যাকার্থির সঙ্গে দেখা করেন তাইওয়ানের প্রেসিডেন্ট।
লস অ্যাঞ্জেলস থেকে ৫৫ কিলোমিটার দূরে সিমি উপত্যকার রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে রুদ্ধদ্বার বৈঠকে বসেন কেভিন ম্যাকার্থি ও সাই ইং–ওয়েন। এর মধ্য দিয়ে ১৯৭৯ সালের পর প্রথম কোনো শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের মাটিতে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন।
যুক্তরাষ্ট্র হয়ে মধ্য আমেরিকা সফরে যাওয়ায় তাইওয়ানের প্রেসিডেন্টকে কড়া মাশুল গুনতে হবে বলেও হুমকি দিয়েছে বেইজিং। এর মধ্যদিয়ে চীন–যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের আরও অবনতি হবে বলেও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
গত সপ্তাহে লাতিন আমেরিকা সফরে যাওয়ার সময়ও যাত্রাবিরতিতে যুক্তরাষ্ট্র সফরে যান ইং–ওয়েন। এদিকে তাইওয়ান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসলে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেয় চীন।
অনু/দীপ্ত সংবাদ