চীনের ইং ইয়েং শহরে ফুটেছে চেরি ফুল। হঠাৎ দেখলে মনে হয় রূপকথার কোনো জায়গা। চলতি বছরের এই সময়ে হালকা তুষারপাত চীনের এই শহরের সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে।
মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চেরির মৌসুম। শুধু গু বও দু ফেং চেরি পার্কে ১০ একর জায়গায় ১০ হাজার সাকুরা গাছ আছে। এই গাছেই চেরি ফুল ফোটে। যা দেখতে বিদেশি পর্যটকরাও ভিড় করছেন ঝেনঝউ প্রদেশে।
দর্শনার্থী মিস্টার ফেং বলেন, ‘এই সময়ে সাধারণত বরফ পড়ে না কিন্তু এবার আবহাওয়া অন্যরকম। পরিবেশটা খুব সুন্দর। খুব উপভোগ করছি।‘
শুভ্র সাদা আর হালকা গোলাপি আভা মুগ্ধ করছে দর্শকদের।
গু বও দু ফেং চেরি পার্কের ম্যানেজার হুয়াং শিয়াওজি বলেন, ‘গু বও দু ফেং চেরি পার্ক চীনের বড় পার্কগুলোর একটি। প্রতি বছর এই মৌসুমে আমরা দর্শনার্থীদের জন্য নানা রকম আয়োজন করে থাকি।‘
করোনার বিধিনিষেধ তুলে নেয়ায়, এ বছর পর্যটকের সংখ্যা অনেক বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।
আফ/দীপ্ত সংবাদ