বাগেরহাটের চিতলমারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বারাশিয়া বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততোক্ষনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে। যার ফলে বাজারের অন্যান্য দোকান গুলো রক্ষা পায়। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।
দোকান মালিকরা দাবি করছেন, অগ্নিকান্ডে প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
মামুন আহমেদ/এসএ/দীপ্ত নিউজ