চালু হলো মেট্রোরেলের বিজয়সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। এর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল অংশ পর্যন্ত, মেট্রোরেলের ১৬ স্টেশনের মধ্যে ১৪টি–ই চালু হলো।
১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে আজ বুধবার (১৩ ডিসেম্বর) স্টেশন দুটি জনসাধারণের জন্য চালু করা হলো। এখন থেকে মতিঝিল রুটে চলাচলকারী সবগুলো ট্রেন এই দুটি স্টেশনে থামবে।
বাকি কাওরান বাজার ও শাহবাগ স্টেশনও পর্যাক্রমে খুলে দেয়া হবে। এক্ষেত্রে শাহবাগ একটু এগিয়ে থাকলেও সিঁড়ি পুরোপুরি প্রস্তুত না হওয়ায় কিছুটা পিছিয়ে আছে কারওয়ানবাজার।
বুধবার সকাল ৭টা ১৪ মিনিটে প্রথমে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী ট্রেনটি, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের থামে। এরপর উত্তরা থেকে মতিঝিল অভিমুখের ট্রেন, সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে পৌঁছায়।
আগারগাঁও–মতিঝিল অংশের এই দুটি স্টেশন বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচলের জন্য খোলা থাকবে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সবগুলো স্টেশন, সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করবে।
এসএ/দীপ্ত নিউজ