পদ্মাসেতু হয়ে রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ চালু হয়েছে। এতে ঢাকা–খুলনার দূরত্ব কমেছে ২১২ কিলোমিটার। সময়ও দুই ঘণ্টা কম লাগছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর কমলাপুর স্টেশন ছাড়ে সুন্দরবন এক্সপ্রেস। গন্তব্য পদ্মাসেতু হয়ে খুলনা।
এই রুটে ঢাকা থেকে এটি প্রথম বাণিজ্যিক ট্রেন হওয়ায় যাত্রীদের ফুল দিয়ে বরন করা হয়।
ট্রেনে ওঠার আগে উচ্ছ্বসিত যাত্রীরা লাইন ধরে টিকিট কাটেন। অনলাইনের পাশাপাশি কাউন্টারেও টিকিট বিক্রির ব্যবস্থা রাখার দাবি তাদের।
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার জানান, সুন্দরবন এক্সপ্রেস এতদিন বঙ্গবন্ধু সেতু হয়ে সিরাজগঞ্জ–টাঙ্গাইল হয়ে ঢাকার সাথে যাতায়াত করতো। এখন পদ্মা সেতু ব্যবহার করায় যাত্রাপথ কমেছে ২১২ কিলোমিটার। সময় কমেছে ২ ঘণ্টা।
এরআগে বুধবার রাতে আটশোর বেশি যাত্রী নিয়ে খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকা পৌঁছায় সুন্দরবন এক্সপ্রেস।
এসএ/দীপ্ত নিউজ