দেশের চামড়া শিল্পের উন্নয়নে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রাজধানীতে তিন দিনের লেদার টেকনোলজি মেলার উদ্বোধন করে তিনি বলেন- এ শিল্পের জন্য বন্ডেড ওয়্যার হাউজ চালু করা দরকার। এতে, ব্যবসায়ীরা বেশ সুবিধা পাবে।
তৈরি পোষাক শিল্পের পর, দেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয়ের খাত হলো চামড়া ও চামড়াজাত পণ্য সামগ্রী। গত অর্থবছরে এই খাতে রপ্তানির পরিমাণ ছিল এক দশমিক ছয় বিলিযন ডলার। বর্তমানে চীন ও ভিয়েতনামের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে এই শিল্প। উদ্যোক্তাদের আশা সরকারি বেসরকারি সহযোগিতা পেলে, আরও এগিয়ে যাবে চামড়া শিল্প।
বসুন্ধরা কনভেনশন সেন্টারে লেদার টেকনোলজি মেলায় ভারত, চীন, মালয়েশিয়া, হংকং, তাইওয়ানসহ ১২টি দেশের দুইশোরও বেশি স্টল অংশ নিয়েছে। চামড়া শিল্পের কাঁচামাল ও যন্ত্রাংশ প্রদর্শনের মাধ্যমে দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতাদের আকৃষ্ট করা হচ্ছে।
মেলাার উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার চামড়া শিল্পের উন্নয়নে সর্বাত্নক সহযোগিতা দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। শেষ হবে ৯ ডিসেম্বর।